নভেম্বর ২৪, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

দিঘলী ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা মাঝি হলেন সালা উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন আগামী ২৭ জুলাই। এ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেলেন সালা উদ্দিন চৌধুরী (জাবেদ)। তাকে দলীয় প্রতীক নৌকা দেওয়ায় দলের নেতাকর্মীরা উজ্জীবিত । তিনি বিগত দিনে দিঘলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া সদর উপজেলার (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন। তার সাহসী নেতৃত্বের কারনে পূর্ব অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড জিরোতে পরিণত হয়েছে।
সেই বিবেচনায় দলীয় হাইকমান্ড তাকে নৌকা প্রতীক দিয়েছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। গত ১৮ জুন দিঘলী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোহে তৃণমূল নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৮৭ জন সদস্য মধ্যে ৩ জন মৃত থাকায় ৮৪ জন সদস্যের মধ্যে ৭১ জন উপস্থিত ছিলেন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রার্থী থাকায় থানা নেতৃবৃন্দের সিদ্ধান্ত ক্রমে ভোটের আয়োজন করা হয়। ওই ভোটাভোটিতে সালাহ উদ্দিন জাবেদ ৪১ ভোট, সাবেক চেয়ারম্যান শেখ মুজিব ২২ ভোট, শাহজাহান কামাল ৭ ভোট পেয়েছে। সর্বাধিক ভোট পাওয়ায় দলীয় সিদ্ধান্ত ক্রমে দলীয় হাইকমান্ড বরাবর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সুপারিশ তালিকায় সালা উদ্দিন জাবেদ নাম ১ নং ক্রমিকে রাখা হয়। পরে কেন্দ্রিয় হাইকমান্ড ২৬ জুন দিঘলী ইউপি উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সালা উদ্দিন চৌধুরী (জাবেদ) নাম ঘোষণা করা হয়।
এ দিকে গত ২৮ জুন দুপুরে উপজেলা নির্বাচন অফিসে রির্টানিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের নিকট নৌকা প্রর্তীকের প্রার্থী সালা উদ্দিন চৌধুরী জাবেদ মনোয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব কন্ট্রাক্টর, সহসভাপতি হাফিজ উল্যা, দিঘলী ইউপি সভাপতি আবদুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবলু প্রমুখ।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author