নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে কোরআনে হাফেজ ও প্রতিবন্ধী অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) জুমার নামাজের পর স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ লক্ষ্মীপুরের উদ্যোগে শহরের চক বাজার জামে মসজিদ, তিতাখাঁ মসজিদ ও দায়রা বাড়ি মসজিদের সামনে প্রতিবন্ধীদেরকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর আগে বিভিন্ন এলাকায় কোরআনে হাফেজদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির পরিচালক এআর বিপ্লব হোসেন। আয়োজকরা জানায়, গ্রীন লক্ষ্মীপুর সংগঠন থেকে প্রতিবছর রমজানে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ পোশাক বিতরণ করা হয়। এবার ৫ ধাপে কোরআনে হাফেজ, প্রতিবন্দ্বীসহ নিম্ন আয়ের সহস্রাধিক মানুষকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, ছোলা ও চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। শেষ রমজান পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরিচালক এ আর বিপ্লব বলেন, গ্রীণ লক্ষ্মীপুর মানুষের কল্যাণে গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যরাও স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। যতটুকু সম্ভব মানুষকে সহায়তা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রীণ লক্ষ্মীপুরের ইফতার সামগ্রী পেলেন হাফেজ ও প্রতিবন্ধীরা
Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে