ডিসেম্বর ২৭, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে মান্দারি বাজার বনিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষিপুর চন্দ্রগন্জ থানার আওতাদিন মান্দারি বাজার বনিক সমিতির ২৬, ২৭ ও ২৮ তম বার্ষিক সাধারন সভা মান্দারি বাজার বড় মসজিদ রোড সমিতির নিজিস্ব ভূমিতে আয়োজন করা হয়। মান্দারি বাজার বনিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজুর সভাপতিত্বে জাহিদুর রহমান ও কামরুল হাছান চন্ঞ্চলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বনিক সমিতির সভাপতি সালাহ্ উদ্দিন টিপু
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারি
বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ বেলায়েত হোসেন ইউনিয়ন
আওয়ামীলীগ সাবেক সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, মান্দারী বাজার বণিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারি, সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন মাহমুদ, সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আবুল বাসার বসু কোম্পানী, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান ফয়সাল, আন্তর্জাতিক সম্পাদক কাজী হারুন, কার্যকরী সদস্য বেলায়েত হোসেন ও রাজু আহমেদ সহ সাবেক কমিটির নেতৃবৃন্দ।অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম সালাউদ্দিন টিপু মান্দারী বাজার বণিকদের সুবিধার্থে একটি গণশৌচাগার বাজারে চুরি-ডাকাতি থেকে রক্ষার্থে সিসি ক্যামেরার ব্যবস্থা,  বাজারে জমে থাকা পানি  নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন। আলোচনাকালে প্রধান অতিথি সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। প্রধান অতিথি বণিকদের বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আমরা সুন্দর ভাবে চলাফেরা করতে পারছি শান্তিতে আছি সুখে আছি, তাই আপনারা প্রাণখুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author