নভেম্বর ২২, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে চাঁদখালী বায়তুস সাইফ হাফিজিয়া মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় লাহারকান্দী ইউনিয়নে চাঁদখালী জাফর আহম্মদ মাস্টার ঈদগাহ মাঠে বায়তুস সাইফ হাফিজিয়া মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাইতুস সাইফ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ সাইফ উদ্দিনের সভাপতিত্বে ও বাইতুস সাইফ হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সেক্রেটারি বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহমান জাহাঙ্গীর । উপস্থিত ছিলেন জকশিণ বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারী। সারগর্ভ বক্তব্য রাখেন  ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মোহাব্বত।উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা মোঃ নাঈম হোসাইন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রাসেল খান। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রিপন খান, আলাউদ্দিন খান স্বপন। ছবক ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষকদের পরিচালনায় চাঁদখালী বাইতুস সাইফ হাফিজিয়া মাদ্রাসা টি ২০১৯ সালে শুরু হয়ে সুনামের সহিত এই প্রতিষ্ঠানটি বৃদ্ধি পাচ্ছে ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষের আস্থা ও বিশ্বাস। তাই 2022 সালে এসে তাদের ছাত্র-ছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। সবক ও দোয়া অনুষ্ঠানে এলাকার মানুষ ও সকল ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া করা হয়।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author