নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ শহীদ এর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা ও মিলাদ মাহফিলে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাশেম আহম্মদ রুপম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়পুর-২ সংসদীয় আসনের নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামী ম্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন বেল্লাল, সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশীদ, লক্ষ্মীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্লাহ্ বিপ্লব,
সদর উপজেলা যুবলীগ (পশ্চিম) যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, রায়পুর পৌর মেয়র মোঃগিয়াস উদ্দিন রুবেল ভ্যাট, ১নং হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
আইনুল আহমেদ তানভির, রায়পুর থানা আওয়ামী স্বেচ্ছাবেবক লীগের আহবায়ক তানভির হাছান রিংকু, সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক
মাজহারুল ইসলাম মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২য় যুগ্ম আহবায়ক মোঃ দুলাল।
স্মরন সভায় বক্তারা মরহুম এম.এ শহীদ হত্যার বিচার দ্রুত করার দাবী জানান।
এছাড়াও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.এ শহীদ এর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপজেলা, থানা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে