নিজস্ব প্রতিবেদকঃ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর এক যুগে পদার্পন উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়। পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন মুঠোফোনে পত্রিকা সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পত্রিকাটির জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল। আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন সবুজ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, বিএমএর জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি গাজী গিয়াস উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে আরো ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদ্দুন্নবী সোহেল, সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন জবু, মাজহারুল আনোয়ার টিপু, জহিরুল ইসলাম, আবু জাকের রাবেত, আনোয়ারের রহমান বাবুল, জাহাঙ্গীর হোসেন লিটন, হাবিবুর রহমান সবুজ, মীর ফরহাদ হোসেন সুমন, আনিস কবির, পলাশ শাহা, জহিরুল ইসলাম শিবলু, রবিউল ইসলাম, বি এম সাগর, শাকের মোহাম্মদ রাসেল, আহমদ আলী, নজরুল ইসলাম জয়, রাকিব হোসেন রনি, ফরহাদ হোসেন, এস এম মিলন, মোস্তাফিজুর রহমান টিপু, এ কে এম মিজানুর রহমান মুকুল, ফয়জুল আজিম শিশির, রাজিব হোসেন রাজু, আরিফ হোসেন, ডালিম কুমার দাস টিটু, জামাল উদ্দিন রাফি, শাকিল, নজির প্রমুখ। সভায় বক্তারা বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনে শীর্ষ অবস্থা ধরে রাখায় পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। পত্রিকাটির সফলতা ও সম্বৃদ্ধি কামনা করেন সকল বক্তারা।
লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে