নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্থানীয় রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে শোক দিবসের দোয়ার আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বশির মাস্টার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান সেলিম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি এম জে আলম, সাবেক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মহিলা সম্পাদক নুর নাহার মুন্নি, সহ-মহিলা সম্পাদক বিবি মরিয়ম স্বপ্না, রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম , সদর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, রামগতি উপজেলা সভাপতি গোলাম কবির, কমলনগর উপজেলা সভাপতি নুরুল আমিন, রায়পুর উপজেলা সভাপতি আমির হোসেন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক রেহেনা জামান, তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার প্রমুখ। বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড উচ্চধাপে জিও করায় মাননীয় সিনিয়র সচিবকে অভিনন্দন জানান।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এছাড়া করোনায় আক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি’সহ অন্যান্য শিক্ষকদের রোগ মুক্তি কামনা এবং করোনায় মারা যাওয়া শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে