নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের নুরুল্লাপুর এইচকে ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) বিকেলে দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপন ও নেতা-কর্মীদের মধ্যে চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন- চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।
এসময় উপস্থিত ছিলেন- সদর (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, ১২নং চরশাহী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রবিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, থানা ছাত্রলীগের সাবেক সদস্য শাহ্পরান শাকিল ও যুবলীগ নেতা মিঠু প্রমুখ।
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ