নিজস্ব প্রতিবেদকঃ লক্ষীপুরের লিটন ট্রেডার্স মালিক আলী আহমদ এর ১৩ লক্ষ টাকা নিয়ে উধাও পৌরসভার ৪ নং ওয়ার্ড বাঞ্চানগর এর আব্দুল মতিন।
জানা গেছে আব্দুল মতিন পিতা মৃত. আনোয়ারুল হক, মাতা মৃত.মনোয়ারা বেগমের, লক্ষ্মীপুর জেলা, সদর, বাঞ্চানগর, পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
লক্ষ্মীপুর লিটন ট্রেডার্সের মালিক আলী আহমদ লিটন জানান, আব্দুল মতিন দীর্ঘদিন ব্রিকফিল্ডের ইটের ব্যাবসার সাথে জড়িত ছিলেন, তারই সুবাদে ব্যাংকের চেক জমা দিয়ে আলী আহমদ লিটনের কাছ থেকে ইটের উপর ১৩ লক্ষ টাকা নেয়৷ পাওনা টাকা চাইতে গেলেই আব্দুল মতিন পালিয়ে বেড়ায়।
আব্দুল মতিনের দেওয়া জমা চেক দিয়ে আলী আহমদ লিটন লক্ষ্মীপুর দায়রা জজ আদালতে মামলা করেন। এ ঘটনায় তিনি তার বন্ধুবান্ধবদের সাহায্য চেয়েছেন এবং ওই প্রতারক আব্দুল মতিনের সন্ধানদাতাকে পুরস্কার প্রদানের ঘোষণাও দিয়েছেন। সন্ধান দাতার তথ্য গোপন রাখা হবে। লিটন ট্রেডার্সের মালিক আলী আহমদ লিটন দেশবাসীর কাছে প্রতারক আব্দুল মতিনকে ফেলে তার ০১৭-৬২২০৬৮ ১১, ০১৩-১০০৩৯৬০৭, ০১৭-৯৭৫৫১৯২৩ এই মোবাইল নাম্বার গুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
More Stories
লক্ষ্মীপুরে গুণীজন, রাজনীতিবিদ, ছাত্র নেতার মৃত্যুতে সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতির শোক
লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদকের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদ মোবারক
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাসীকে ঈদ মোবারক জানিয়েছেন ছাত্রনেতা কাজী বাবলু