নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষীপুরের রায়পুরে ৯ টি দোকান পুড়ে ছাই ক্ষতি ৫০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদকঃ  লক্ষ্মীপুরের রায়পুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে নয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (০২ জুন) বিকেলে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ফার্নিচার, কাপড়সহ নয় দোকান পুড়ে যায়। খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, হায়দরগঞ্জ বাজারের পেঁয়াজ হাটার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই নয় দোকান পুড়ে ছাই হয়ে যায়।

রায়পুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author