নিজস্ব প্রতিবেদকঃলক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরের নামাজ শেষে শহরের উত্তর তেমুহনী জেলা যুবদলের সভাপতির বাসভবন প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যান সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাছিবুর রহমান হাছিব, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সিনিয়র সহ-সভাপতি খালেদ মো. আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হেসেন বুলু, সদর থানা (পশ্চিম) যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক (মেম্বার), সদর থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গির, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত সোহেল ও জেলা যুবদল নেতা শামছুল আহসান মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ