নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবারও জেলার প্রথমস্থান অর্জন করেছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পাসের হার শতকরা ৯৯.৬৯% এবং জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ৩২৩ জন। গত ১০ বছর যাবত জেলার প্রথমস্থান ফলাফল অর্জন অব্যাহত রেখেছে বিদ্যালয়টি।জেলার সেরা ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, সার্বিক ফলাফল মূল্যায়নে তিনি সন্তুষ্ট। শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় বরাবরের মতো এবারও ভালো ফলাফল হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন বলেন, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় প্রতাপগঞ্জ হাই স্কুল জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন স্কুলের শিক্ষকবৃন্দ, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। স্কুলের এই ধারাবাহিকতার শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য তিনি প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি উদ্দাত্ত আহ্বান জানান।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন