জানা গেছে, করোনার সংকট দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর অনুপ্রেরণায় যুবলীগ নেতা রুপম অসহায় প্রতিবন্ধীদের সহায়তা করার উদ্যোগ নেয়।বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকে মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়ে আসছেন।
রমজানের প্রথম দিন থেকে ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এই নেতা । ঈদেও অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য অসহায়দের সহায়তার উদ্যোগ নেন তিনি। প্রথম পর্যায়ে শতাধিক প্রতিবন্ধির মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে যুবলীগ নেতা ইউনুছ হাওলাদার রুপম বলেন, মহামারী করোনার কারণে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। আমি আমার সাধ্যমত মানুষকে সহায়তা করছি এবং করে যাবো । একই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করে নিজে সুস্থ থেকে ও অন্যকে সুস্থ রাখার পরামর্শ দিচ্ছি।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন