নিজস্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায়দের মাঝে ১০ হাজার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে রামগতি আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে ২ হাজার অসহায়দেরকে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন লক্ষ্মীপুুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান। এসময় যারা খাদ্যসামগ্রী পায়নি তাদেরকে নগদ অর্থ দেয়া হয়। উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু।
জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের মাঝে ৭৫ লাখ টাকা ব্যয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগে নেয়া হয়। এতে ১০ হাজার প্যাকেট চাল,ডাল,তেল, ছোলা ও শিশু খাদ্যসহ ৮টি পন্য দেয়া হচ্ছে।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন