নিজশ্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে লকডাউনে আটকে পড়া মানুষ গুলো কখন ফোন দিবে কখন আমার ফোন টা টিংটিং করে বাজবে সেই অপেক্ষায় থাকি হঠাৎ ফোন পেয়ে রাতের আধারে মধ্যবিত্ত পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বায়েজীদ ভূঁইয়া।তিনি লক্ষ্মীপুর সদর আসনের এমপি শাহজাহান কামালের প্রতিনিধি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক। রাতের আধাঁরে ফোন পেলেই নেমে পড়েন কর্মহীন মধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্য সামগ্ররী পৌঁছে দিতে।রবিবার (৩মে) রাতে সদর উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকায় এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন সাবেক এই নেতা।এই সময় খেটে খাাওয়া মানুষ গুলোকে নগদ অর্থও প্রদান করেন।
জানতে চাইলে বায়েজীদ ভূঁইয়া বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। কিন্তু মধ্যবিত্ত বেশ কয়েকটি পরিবার আমাকে ফোন দিয়ে কষ্টে আছে জানালে আমি নিজে খাদ্য সামগ্রী নিয়ে তাদের ঘরে পৌঁছে দিচ্ছি। এমপি শাহজাহান কামালের পক্ষ থেকে এসব খাদ্য দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ