নিজশ্ব প্রতিবেদক ঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় হত দরিদ্র বসবাসরত মানুষগুলো যখন গৃহবন্ধি হয়ে যায় ঠিক ওই সময় সরকারের পাশাপাশি মানবিক দিক এবং মানবতা বোধ থেকে সমাজের বিত্তশালীরা তাদের সাহয্যে এগিয়ে আশে। তেমনি হত দরিদ্র হাজার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম (সিআইপি)।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আটা,লবন ও তৈল।বুধবার উপজেলার সোনাপুর, কেরোয়া এবং বামনি ইউনিয়নে বিভিন্ন স্হানে সামাজিক দুরত্ব বজায় রেখে সাংসদ এর পক্ষে জনগনের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন কাজী সেলিনা ইসলাম ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন রাসেল প্রমূখ।সংকটময় পরিস্থিতি চলাকালীন খাদ্য সামগ্রী বিতরনের এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,পাপুল এমপি সুখে দুঃখে সবসময়ই জনগনের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লহ।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন