নিজশ্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুর পৌর শহরে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। রোববার ভোরে শহরের শাঁখারীপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটি সভাপতি রবি দাস নন্দী ও দেব কুমার কর আমদ বলেন, রাতে দূর্বৃত্তরা মন্দিরের গ্রীল কেটে কালী মন্দির ও শীতলা মন্দিরের দুইটি প্রতিমা ভাংচুর করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। সকালে স্থানীয়রা মন্দিরে পূজা দিতে গিয়ে বিষয়টি দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শিমুল সাহা বলেন, মন্দিরের প্রতিমা ভাংচুরের বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা

Please follow and like us:
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ