নিজশ্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষে জেলা কর্মকর্তাদের সাথে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংরক্ষি মহিলা সাংসদ সেলিনা ইসলাম, পুলিশ সুপার ড. এই এইচ কামরুজ্জামান,সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, পৌর মেয়র আবু তাহের, উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু প্রমূখ।
সভায় করোনা প্রদূর্ভাব রোধে করনীয়, ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থি ছিলেন।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন