নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছানো অব্যাহত রেখেছেন এমপির ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া। আজ ১৭ তম দিনেও লক্ষ্মীপুর সদর আসনের পৌরসভার বিভিন্ন স্থানে বাড়িতে বাড়িতে গিয়ে লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন এমপির ব্যক্তিগত এই প্রতিনিধি।সদর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের গরিব-দু:স্থদের মাঝে এসব খাদ্যদ্রব্য বিতরণ করেন বায়েজীদ। করোনা মহামারীর বিস্তার রোধে ঘরে থাকা মানুষের মাঝে টানা ১৭তম দিনও এমপির পক্ষ থেকে অসহায়,দরিদ্র-দুঃস্থ ও দিনমজুরদের ঘরে ঘরে বায়েজীদ ভূঁইয়া ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর সদর আসনের অসংখ্য হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বায়েজীদ ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়ে খাদ্য সহায়তা প্রদান করেন। এ যাবত ১০ হাজার ৫ শত পরিবার কে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে ঘরবন্দি কর্মহীন হতদরিদ্র মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া অব্যাহত থাকবে বলে জানান বায়েজীদ ভূঁইয়া।তিনি আরো বলেন করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীরমুক্তযোদ্ধ আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন