নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের উদ্যোগ ৫০০দীনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। শনিবার ১৮ এপ্রিল সদর উপজেলার ২ নং হামছাদী ইউনিয়নের পালের হাট দূরত্ব বজায় রেখে কর্মহীন অসহায় সাধারন মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেন, লক্ষ্মীপুর জেলা পরিষদ এর সদস্য ও জেলা যুবলীগের নেতা সাখাওয়াত হোসেন আরিফ। সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া, শশা, গাজর, কাঁচা মরিচ, টমেটো, সসিন্দা, শিম, আলু, বেগুন। এর আগে তিনি বিভিন্ন ইউনিয়নে চাল, ডাল, পেয়াজ- তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বিতরণ করেন। সাখাওয়াত হোসেন আরিফ বলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ভাই এর নির্দেশে হামছাদী ইউনিয়নের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় সবজির বিতরণ করি। এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লা।
বিনামূল্যে সবজি বিতরণ করেন জেলা পরিষদের সদস্য আরিফ

Please follow and like us:
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ