নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ৮ নং দওপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল, আলু ও সাবান তালিকা অনুযায়ী ধাপে ধাপে বিতরণ করা হচ্ছে।
আজ রবিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পাঁচ শতাধিক পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ইউনিয়ন ত্রাণ পর্যবেক্ষণ কমিটি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারু, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষ, ইউপি সচিব ও মেম্বারদের সমন্বয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অন্যদিকে বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন করার বিকল্প নেই। এজন্য অসহায় পরিবার গুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন