নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে লক্ষ্মীপুরে গত চার দিনে প্রায় ৬ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে কাঁচা শাক-সবজি বিতরণ করেছে জেলা যুবলিগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।জেলা যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে পৌর শহরের ২ নং ওয়ার্ডেে আজ সকাল থেকে প্রতিটি ঘরে ঘরে ১৫টি আইটেমের কাঁচা সবজি পৌঁছে দেয়া হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে আটকা পড়েছে পৌর শহরের কর্মঠ মানুষ সেই কারণে বাসা-বাড়ী থেকে কেউ বের হতে না পারায় এমন মহোতি উদ্যেগ নিয়েছে জেলা যুবলীগের টিপু। সকালে ভ্যান গাড়ী ও পিকআপ ভ্যান নিয়ে বের হয়ে এসব শাক-সবজি বিতরণ করা হয়। প্রতি পরিবারে শিশু ও বৃদ্ধদের জন্য রাখা হয়েছে ডিমের আয়োজন।
জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু বলেন শ্রমজীবীদের পাশপাশি মধ্যবিত্তরা করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে। একই সাথে লকডাউনের ফলে কেউ বাসা-বাড়ী থেকে বের হতে না পারায় আমার ব্যক্তিগত উদ্যোগে সেইসব মানুষের বাড়ী বাড়ী গিয়ে শাক-সবজি পৌঁছে দিয়েছি। একই ভাবে শহরের ১৫টি ওয়ার্ডে প্রতিদিন বিতরণ করা হবে বলে জানান এ নেতা। এছাড়া শহরের ভ্যান চালক,দিনমজুরসহ সকল অসহায়দের শাররীক দুরত্ব বজায় রেখে তাদের মাঝেও বিতরণ করা হয়।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন