নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে লক্ষ্মীপুরে গত চার দিনে প্রায় ৬ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে কাঁচা শাক-সবজি বিতরণ করেছে জেলা যুবলিগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।জেলা যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে পৌর শহরের ২ নং ওয়ার্ডেে আজ সকাল থেকে প্রতিটি ঘরে ঘরে ১৫টি আইটেমের কাঁচা সবজি পৌঁছে দেয়া হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে আটকা পড়েছে পৌর শহরের কর্মঠ মানুষ সেই কারণে বাসা-বাড়ী থেকে কেউ বের হতে না পারায় এমন মহোতি উদ্যেগ নিয়েছে জেলা যুবলীগের টিপু। সকালে ভ্যান গাড়ী ও পিকআপ ভ্যান নিয়ে বের হয়ে এসব শাক-সবজি বিতরণ করা হয়। প্রতি পরিবারে শিশু ও বৃদ্ধদের জন্য রাখা হয়েছে ডিমের আয়োজন।
জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু বলেন শ্রমজীবীদের পাশপাশি মধ্যবিত্তরা করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে। একই সাথে লকডাউনের ফলে কেউ বাসা-বাড়ী থেকে বের হতে না পারায় আমার ব্যক্তিগত উদ্যোগে সেইসব মানুষের বাড়ী বাড়ী গিয়ে শাক-সবজি পৌঁছে দিয়েছি। একই ভাবে শহরের ১৫টি ওয়ার্ডে প্রতিদিন বিতরণ করা হবে বলে জানান এ নেতা। এছাড়া শহরের ভ্যান চালক,দিনমজুরসহ সকল অসহায়দের শাররীক দুরত্ব বজায় রেখে তাদের মাঝেও বিতরণ করা হয়।
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ