নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে চাল,ডাল, পেঁয়াজ- তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শেষে এবার সবজি উপহার দিচ্ছে জেলা যুবলীগ। করোনা লকডাউনে ঘরে বন্দি থাকা পরিবারের মাঝে জেলা যুবলীগের পক্ষ থেকে শহরের বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে বিনামূল্যে সবজি বিতরণ করেছেন জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। সোমবার সকালে পৌর শহরের শাখারিপাড়া এলাকায় প্রায় দুই হাজার পরিবারের মাঝে সবজি বিতরণ করেন। এইকসাথে পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে সবজি বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রাস্তায় ও পাড়া-মহল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যান গাড়ি করে পৌর শহরের বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে এসব সবজি দিচ্ছেন জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু।
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, করোনায় গৃহবন্দি মানুষদের নিত্যপ্রয়োজনীয় সবজির যেন অভাব না হয় সেজন্য আমার এ উদ্যোগ। প্রত্যেক ওয়ার্ডে যুবলীগের নেতার্কমীদেরকে নির্দেশ দিয়েছি এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য।
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ