নভেম্বর ২৪, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

১৩ এপ্রিল ভোর থেকে লক্ষ্মীপুর লকডাউন

নিজস্ব প্রতিবেদকঃ করোনা সংক্রমণ রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬ টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। অনির্দিষ্টকালের জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে। ১২ এপ্রিল রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ লক্ষ্মীপুর প্রবেশ এবং বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। উপজেলা থেকে উপজেলায় যাতায়াতও বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

শনিবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টস কর্মীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। দু’দিন আগে তার করোনা পরীক্ষার জন্য চট্রগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। এ ছাড়া জরুরি যানবাহন ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। মানুষজনকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য কাজ করবে যৌথবাহিনী।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author