ডিসেম্বর ৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

১৪ তম দিনে এমপির খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বায়েজীদ ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদকঃ  ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে প্রতিটি অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল (এমপি) তাঁর আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে টানা ১৪ তম দিনে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন তাঁর ব্যক্তিগত প্রতিনিধি মোঃ বায়েজিদ ভূঁইয়া।অসহায় মানুষের খবর পেলেই ছুটে যান খাদ্যসামগ্রী নিয়ে। মাঝে-মাঝে ক্লান্ত হয়ে পড়ে। তবুও এক মুহূর্তের জন্য বিশ্রাম নিচ্ছেন না বায়েজিদ ভূঁইয়া। প্রশংসার জোয়ারে বাসছেন লক্ষ্মীপুরে বায়েজিদ ভূঁইয়া। জানতে চাইলে, বায়েজিদ ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্রতিটি কর্মহীন-গৃহবন্দীদের বাড়ি-বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে আসছি। এ ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ি। তবুও হট লাইনে কল পেলে ত্রাণ নিয়ে ছুটে যাই মানুষের বাড়ি-বাড়ি। পরিবার ও উপরের মহল থেকে বাধা আসে। কারণ চারদিকে বিপর্যায়। মানুষ করোনা’র ভয়ে বাড়িঘরে ঢুকে গেছে আর সেখানে আমার ছুটে চলা অসহায় মানুষের মুখে হাসি ফুটানো আমার একমাত্র সুখ মনে করি।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author