নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে সরকারের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যেগ ও কয়েকজন বিত্তশালীদের সহযোগীতায় চেয়ারম্যান টিটু চৌধুরীর নেতৃত্বে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। জেলা যুবলীগের আইকন একেএম সালাহ উদ্দিন টিপুর অনুসারি তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু এর আাগেও একজন সফল চেয়ারম্যান হিসেবে অনেক প্রমান রেখেছেন। বর্তমানে বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবেলায় তার এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিশিষ্ট মহল। তার এমন উদ্যেগ এবং সামনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন
আল্লাহর অশেষ রহমতে সরকারি বরাদ্দ ও আমার ব্যক্তিগত উদ্যোগে বিত্তশালীদের সহযোগিতায় আজকে ৬নং ওয়ার্ডে বিতরনের মাধ্যমে অত্র ইউনিয়নের ১-৯ নং ওয়ার্ডে প্রায় প্রতিটি ঘরে ঘরে (৫০০০ পাঁচ হাজারের অধিক) হতদরিদ্র পরিবারের মাঝে ক্ষুদ্র খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। তিনি বলেন আমি কাউকেে খুশি করার জন্য রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে করোনাভাইরাসের মৃত্যু ঝুঁকি এড়িয়ে প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিইনি। আপনাদের খুশি করার মত সেই রকম সামর্থ্যও আমার নেই। আমি পারতাম ঘরে বসে বসে অন্যান্যদের মত অর্ডার দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করতে। শুধু মাত্র আমি মহান রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনাদের প্রতিটি ঘরে ঘরে গিয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তিনি আরো বলেন,দেশের এই সংকটময় মুহুর্তে আমার এলাকার হত দিরদ্র গরিব মানুষকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সকল সহযোগিতাকারীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।আল্লাহ পাক আমাদের সকলকে চলমান মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করুক। জানা যায়, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নিজে এসকল খাদ্য সামগ্রী তুলে দেন। এবং আগামিতেও এধারা অব্যাহত থাকবে।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন