নিজস্ব প্রতিবেদকঃ করোনা-ভাইরাস প্রতিরোধে সারাদেশে সরকার অনির্দিষ্টকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ফলে কর্মহীন মানুষ গুলো গৃহবন্দী হয়ে পড়ে দিনমজুর জনগোষ্ঠী। ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে প্রতিটি অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল (এমপি) তাঁর আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করেন তাঁর ব্যক্তিগত প্রতিনিধি মোঃ বায়েজিদ ভূঁইয়ার মাধ্যমে।ধারাবাহিকভাবে গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১০,১১,১২ নং ওয়ার্ডের কর্মহীন-গৃহবন্দীদের হাতে খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন এমপির প্রতিনিধি মোঃ বায়েজিদ ভূঁইয়া।জানতে চাইলে, বায়েজিদ ভূঁইয়া বলেন,প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্রতিটি কর্মহীন-গৃহবন্দীদের বাড়ি-বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে আসছি। ১১তম দিনও প্রায় দুইশত দিনমজুরের মাঝে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করি।
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন