নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের একটি খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক।৬ এপ্রিল সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়। মঙ্গলবার সকাল পর্যন্ত খামারের সব মাছ মরে ভেসে উঠে।খামারের মালিক ও বাঙ্গা খাঁ ইউপি সদস্য মোঃ শাহাজান ভূঁইয়া জানান, উপজেলার মিরিকপুর বাজারের মন্ত্রী বাড়ী সংলগ্ন এলকায় এসভি মৎস্য ৪ প্রজাতির মাছের চাষ করেন তিনি। রাতের আঁধারে দুর্বৃত্তরা তার মাছের খামারটিতে বিষ ঢেলে দিয়ে কিছু মাছ চুরি করে যায়। খামারের বাকী সব মাছ মরে ভেসে উঠে।তিনি আরও বলেন, মাছের প্রজনন ঘটানোর জন্যই বিভিন্ন জায়গা থেকে মাছ ক্রয় করেন। এর মধ্যে সিং, জাগুর, শইল, টাকি, চিংড়ি, পাবদা, বুইচছা মাছ ছিলো। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন