মে ২৩, ২০২৫

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি’র প্রতিনিধি বায়েজীদ ভূঁইয়া

  1.  নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে খাদ্য সামগ্রী বিতরণ করে ৮ম দিন অতিবাহিত করলো লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শাহজাহান কামাল।কোভিড-১৯ করোনা ভাইরাস রোধে ঘরে থাকা শ্রমজীবী মানুষ “দিন এনে দিন খাওয়া” মানুষের দোরগোড়ায় খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন এমপি’র এপিএস বায়েজীদ ভূঁইয়া।

৫ এপ্রিল রবিবার লক্ষ্মীপুরে প্রায় শতাধিক পরিবারের মাঝে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়। চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনায় জনগণকে নিজ নিজ গৃহে অবস্থান নেওয়া এবং কার্যকর হওয়ায় এর মাঝে নিরুপায়ে বাড়ীতে অবস্থান নেওয়া মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য: খাদ্য বঞ্চিত মানুষের মাঝে নিজের সহায়তা পৌঁছে দিতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদের নির্দেশে হটলাইন সার্ভিস চালু রাখা হয়েছে। ইতোমধ্যে হটলাইনে ফোন করার পর তাৎক্ষণিক খাদ্য পৌঁছে দিয়েছেন এমপি’র ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author