নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে ১৬০০ কেজি (৪০ বস্তা) পিয়াজ জব্ধসহ একটি গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ নভেম্বর) রাত ৮ টার দিকে পৌর শহরের গেঞ্জি হাটা রোডের ব্যবসায়ী (মুদি দোকানী) মাইন উদ্দিন তার গোডাউনে নিয়ম বহির্ভূতভাবে পিয়াজ মজুদ রাখায় ওই গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।
এদিকে কার্তিক চন্দ্র সাহার একটি পাইকারি দোকানে বেশি দামে পিয়াজ বিক্রি করায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, মাইন উদ্দিন স্টোর ক্রয় রশিদ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে পিয়াজ মজুদ রাখায় ১৬০০ কেজি পিয়াজ জব্ধ করাসহ তার গোডাউনটি সিলগালা করা হয়েছে। এছাড়া বেশী দামে পিয়াজ বিক্রি করায় অপর এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুরে ১৬০০ কেজি পিয়াজ জব্ধ ও গোডাউন সিলগালা

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ