মো. ইমন হোসেন ও জগন্নাথ দাস লক্ষ্মীপুর :
শিক্ষার্থীদের কৃষি পণ্যের সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে দিনব্যাপী কৃষি পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গনে ব্যাতিক্রমি এ উৎসবের আয়োজন করে।
সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।
মেলায় শাক, সবজি, মসলা ও ফলসহ ৫ ধরণের তিন শতাধিক পণ্য নিয়ে দেড় শতাধিক স্টল অংশ নেয়। এতে কৃষি পণ্যের মধ্যে স্থান পেয়েছে, পুদিনা পাতা, থানকুনি, সজনে, লেটুস ও বটি পাতা, ঢেকি শাক, কচু, এলিচা শাকসহ ৩০ ধরণের শাক। মসুর ডাল, মুগ, হেলুন, মাশ কলাই সহ ২০ ধরণের ডাল। ওল, শালগুম, মোচা, কাইঞ্জাল, ডাটাসহ ৫৮ ধরণের সবজি। জয়ত্রি, লবঙ্গ, জাফরান, জায়ফল, হরতকি, মেথিসহ ৩২ ধরণের মসলা এবং ডুমুর, আপিন, এন্না, শালুক, ভাঙ্গি, শরিফা, বেল, চালতাসহ ৬৫ ধরণের ফল।
লক্ষ্মীপুরে দিনব্যাপী কৃষি পণ্য মেলা
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন