জগন্নাথ দাস, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। “জীবনের আগে জীবিকা নয়, নড়ক দূর্ঘটনা আর নয়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ সার্কেলের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে জেলা প্রমাসকের কার্যালয় প্রাঙ্গ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে মুক্ত মঞ্চে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আরো ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, বিআরটিএ’র সহকারি পরিচালক পার্কন চৌধুরী, মোটরযান পরিদর্শক জাহাঙ্গীর আলম,‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সভাপতি কার্তিক সেন গুপ্ত, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান ভুট্টো প্রমুখ।
বক্তারা সড়ক দূর্ঘটনারোধে প্রত্যেক চালককে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে লক্ষ্মীপুরে র্যালি ও সভা
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন