জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরে ২০টি তাজা হাত বোমা ও সর্টগানের ২৫ রাউন্ড গুলিসহ যুবদল নেতা মাহফুজুর রহমান বুলেটকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বুলেট ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা বুলেট তার নিজ বাড়ীতে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় তাকে আটকের পর তাদের রান্না ঘরে রাখা বিপুল পরিমান হাত বোমা ও গুলি উদ্ধার করা হয়। পরে বোমাগুলো পানিতে ভিজিয়ে নিস্কৃয় করে পুলিশ।
সদর থানার এস আই আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ