লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকালে আদালত প্রাঙ্গণে এ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় জেলা জজশীপ ও আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর। যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুমিনুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাবেক সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জিপি শ্যামল কান্তি চক্রবর্তী, অ্যাডভোকেট আবুল বাসার প্রমুখ।
প্রদর্শিত প্রামান্য চিত্র উপভোগ করে বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে ব্যাপক আলোকপাত করেন।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত অবশিষ্ট খুনিদের দ্রুত ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবী জানান।
পরে জাতির জনকসহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন