নিউজ ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো: দিদারুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প। আটককৃত শিক্ষক নোয়াখালী জেলার সুধারাম থানার দারুল ইসলাম মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক ও উত্তর ফকিরপুল গ্রামের শামছুল হকের ছেলে। এ ঘটনায় সোমবার সকালে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব। সোমবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা জানান, দীর্ঘ দিন যাবত দিদার হোসেন বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করাসহ ধর্মীয় উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা তথ্য প্রকাশ করছে। গোপন সংবাদ পেয়ে র্যাব তাকে আটক করে।
ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ