জগন্নাথ দাস :
লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ৯৭ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৮৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার (০৮ জুলাই) দুপুরে স্থানীয় একটি রেস্তুরায় পৌরসভার ৪২তম এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের। এতে ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ২৭ লাখ ২৬ হাজার ১৭০ টাকা ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৮১৪ টাকা।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর সচিব মো. আলাউদ্দিন, কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, উত্তম দত্ত, আনোয়ার হোসেন শাহী প্রমূখ।
বাজেট অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং পৌরসভার ১৫ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ