জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব হলরুমে শনিবার (২২ জুন ) সকালে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্ল্যাহ বিপ্লব। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সচিবরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠন ও এসডিজি অর্জনে সবাইকে সততা, দক্ষতা ও দেশপ্রেমের উপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ