নভেম্বর ২২, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

বাজেটে নদী ভাঙন রোধে বরাদ্দের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

নিউজ ডেস্ক :
চলতি ২০১৯-২০ অর্থবৎসরের বাজেটে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য বরাদ্দের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে কমলনগর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে হাজিরহাট বাজারে এ আয়োজন করা হয়।
কমলনগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি আবুল কাশেম আমিনীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ওমর ফারুক, হুসাইল আহমদ, মাইনুদ্দীন, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান ও জয়েন্ট সেক্রেটারী মুফতি শরীফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৩ সাল থেকে কমলনগর মেঘনার ভাঙন শুরু হয়। এরপর থেকে ভাঙনে হারিয়ে গেছে বিস্তির্ণ জনপদসহ হাজার হাজার কোটি টাকার স্থাপনা। ভাঙনে সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। কমলনগর উপজেলাকে ভাঙন থেকে রক্ষা করতে নদীর তীরে বাঁধ অত্যন্ত জরুরী। চলতি বাজেটে বরাদ্দ দিয়ে নদী তীর রক্ষা বাঁধের কার্যক্রম চালু করা হোক।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author