জগন্নাথ দাস:
লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ জুন) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ হতে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিতে ¡প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার।
পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এতে প্রায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অর্ধশতাধিক স্টল বসে।
লক্ষ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ