নিউজ ডেস্ক :
তথ্য মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল ইসলাম (৭৩) গতকাল (০২ জুন) দুপুর সাড়ে ১২ টায় ঢাকাস্থ গুলশান নিকেতনে নিজ বাসায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি………….। তিনি দীর্ঘকাল থেকে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে যান। মোঃ সিরাজুল ইসলাম ১৯৪৮ ইংরেজী সালে লক্ষ্মীপুর জেলার সদর উপজলোর গন্ধব্যপুর গ্রামে রিয়াজ উদ্দিন মিঞা বাড়িতে জন্মগ্রহন করেন। তিনি স্বাধীনতা পরবর্তী মান্দারী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী হারিছ উদ্দিন আহমেদ এর জ্যেষ্ঠ পুত্র। মরহুম সিরাজুল ইসলাম সরকারি চাকুরীর পাশাপাশি জনসেবায় নিবেদিত ব্যক্তিত্ব। তিনি তাঁর নিজ গ্রামে এককভাবে জনস্বার্থে একটি গণকবর প্রতিষ্ঠাসহ বহু জনহিতকর কাজে নিয়োজিত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক এবং মাসিক বাংলা আওয়াজ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এর বড় ভাই। মরহুমকে গতকাল রাত ১১টার সময় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রাক্তন অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামের ইন্তেকাল

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ