নভেম্বর ২৫, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দূই শিক্ষার্থীর মৃত্যু

জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎ স্পৃষ্টে একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে স্থানীয় বড়খেরী গ্রামে নিজেদের টিনশেড ঘরের চালায় পাতা কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের মৃত মীর সেলিমের ছেলে ৮ম শ্রেণীর ছাত্র মো. সুমন (১৩) ও মো. ইব্রাহীমের ছেলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মো. নাহিদ উদ্দিন (১১)। তারা দু’জন স্থানীয় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, দুপুরে ঘরের চালার ওপরে পড়ে থাকা গাছের পাতা কুড়াচ্ছিলেন সুমন ও নাহিদ। এসময় পল্লী বিদ্যুৎতের তার লিক হয়ে ঘরের চালের সাথে সংযোগ হয়ে থাকে। এতে করে বিদ্যুতের ওই তারে জড়িয়ে দগ্ধ হয়ে গুরুতর আহত হন তারা। পরে গুরুত্বর অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন বলে জানান বড়খেরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বিদ্যুত স্পৃষ্টে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author