জগন্নাথ দাস :
ঘূর্ণিঝড় “ফনী” মোকাবেলায় প্রস্তুত রয়েছে লক্ষ্মীপুর প্রশাসন। সার্বিক তত্ত্বাবধান ও জরুরী সেবা প্রদানের জন্য চালু করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিয়ন্ত্রণে কাজ করবেন বলে জানা যায়।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জেলা প্রশাসনের সকল কর্র্মকর্তা ও র্কমচারীর ছুটি বাতিল করা হয়। মেঘনা নদীতে সকল মাছ ধরার নৌকা ও নৌ-চলাচল বন্ধ করাসহ বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলের মানুষদের নিরাপদে সরিয়ে আনার সিদ্দান্ত নেয়া হয়। এছাড়া দুর্যোগ মোকাবেলার জন্য ৬৬টি মেডিকলে টিম প্রস্তুত রাখাসহ সরকারি বরাদ্ধের ৩৭৫ মেট্রিক টন চাল, ২৫০০ বস্তুা শুকনো খাবার ও নগদ ৮ লাখ টাকা মজুদ রাখা হয়েছে।
সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে জেলা প্রশাসনের কর্র্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা, পুলিশ প্রশাসন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সিপিডির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
১০০ টি আশ্রয় কেন্দ্র ও উপকূলীয় এলাকার সকল পাকা শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত লক্ষ্মীপুর, নিয়ন্ত্রণ কক্ষ চালু

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ