নিউজ ডেস্ক :
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রবিবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয় সবাই। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জজ (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) সিরাজুদ্দৌলা কুতুবী, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুমিনুল হাসান, লিগ্যাল এইড অফিসার মো. ফাহাদ বিন আমীন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, আইনজীবী সমিতির সভাপতি এ কে এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন, সরকারি কৌশলী শ্যামল কান্তি চক্্রবর্তী প্রমুখ।
পরে ফিতা কেটে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন