নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে এমপি দম্পত্তির সংবর্ধনায় আসার পথে সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতাসহ আহত হয়েছেন ৪ জন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টায় হাসপাতালে আহতদের দেখতে এসে এমপি কাজী শহীদ ইসলাম পাপুল তাদের চিকিৎসার দায়িত্ব নেন।
জানা যায়, লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল ও তার সহধর্মীনী স্বতন্ত্র এমপি সেলিনা ইসলামকে সদর উপজেলার টুমচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
টুমচর আসাদ একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে তাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে যোগ দিতে সিএনজি অটোরিক্সাযোগে আসার পথে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হন তারা। আহতরা হলেন স্থানীয় ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মহিন উদ্দিন, তার সহযোগী শাহিন, রাকিব ও এ্যানি।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন লোলার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুমুচর মাদ্রাসার অধ্যক্ষ হারুন আল মাদানী, কলেজ অধ্যক্ষ হারুনুর রশিদ বাবু প্রমুখ।
বক্তারা, স্থানীয় রহমতখালী নদীর ভাঙ্গণ রোধ করা, রাস্তা ঘাটের সংস্কার, ব্রীজ নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি বিষয়ক সমস্যার কথা তুলে ধরেন।
দুই এমপি’র আশার বানীতে শেষ হয় অনুষ্ঠান।
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ