মেঘনার ভাঙন ঠেকাতে লক্ষ্মীপুর উপকূলবাসীর মানববন্ধন
জগন্নাথ দাস :
মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে ভিটে-মাটি বাঁচাতে বুধবার (২৪ এপ্রিল) সকালে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর উপকূলের বাসিন্দারা।
কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় ‘কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ নামক অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে হাজারো মানুষের অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ২০ বছর ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে দুই উপজেলার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাসহ গোটা জনপদ হারানোর ভয়ে চরম আতঙ্কে রয়েছেন এখানকার প্রায় ৭ লাখ মানুষ। দেশের মানচিত্র থেকে উপজেলা দুটির বিশাল অংশ মুছে যাওয়ার আশঙ্কা করে অবিলম্বে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহনের দাবী জানান বক্তারা।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন