জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরে একসঙ্গে ৭ সন্তান প্রসব করেছেন নাজমা আক্তার নামের এক নারী। এ বিরল ঘটনার পর মা সুস্থ্য থাকলেও মায়ের ধারণ ক্ষমতার বাইরে থাকায় অপরিপক্ক সময়ে প্রসব হওয়ার কারনে কোন নবজাতককেই বাঁচাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। শুত্রবার মধ্যরাতে পৌর শহরের সিটি হাসপাতালে (প্রা:) স্বাভাবিক প্রসবের মাধ্যমে ৪টি কন্যা সন্তান ও ৩টি ছেলে সন্তানের জম্ম দেন ওই নারী। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন স্থানীয়রা। প্রসবকৃত ১৮ বছর বয়সী নাজমা সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ের পাটোয়ারী বাড়ীর কৃষক রাজু আহমদের স্ত্রী।
হাসপাতাল সুত্রে জানা যায়, রাত ১০টার দিকে প্রসব বেদনা নিয়ে শহরের সিটি হাসপাতালে ভর্তি হন ৫ মাসের অন্ত:স্বত্তা মা নাজমা আক্তার। মধ্যরাতে স্বাভাবিকভাবে একের পর এক ৭ সন্তান প্রসব করেন তিনি। জম্ম নেয়ার এক ঘন্টার মধ্যে ওই ৭ নবজাতক মারা যায়। এদিকে এ ঘটনায় রোগী ও স্বজনরা কোন বক্তব্য দিতে রাজি হননি।
তবে সিটি হাসপাতালের চিকিৎসক রাকিবুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সাত সন্তানের জন্মের ঘটনা বাংলাদেশে এই প্রথম। এতোগুলো বাচ্ছা মায়ের ধারণ ক্ষমতার বাইরে থাকায় অপরিপক্ক সময়ে প্রসব ব্যাথা উঠে। এ কারনে জম্ম নেয়া কোন নবজাতককেই বাঁচাতে পারেনি। তবে মা সুস্থ আছে।’
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন