জগন্নাথ দাস :
‘আমাদের অঙ্গিকার মাদকমুক্ত পরিবার, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুর সরকারি কলেজে মাদকের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের ভুমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের কুফল সংক্রান্ত গনসচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রবিবার (০৭ এপ্রিল) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ শহীদ উদ্দিন, লক্ষ্মীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান শরীফ।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র ও যুবসমাজকেই অনন্য ভুমিকা রাখতে হবে। এলক্ষ্যে ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ হয়ে পারিবারিক পরিবেশে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরে ছাত্র ছাত্রীদের মাদক বিরোধী শপথ করানো হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজে মাদক বিরোধী আলোচনাসভা

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ