নভেম্বর ২৩, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

সুষ্ঠ পরিবেশে ৫ উপজেলায় ভোট গ্রহণ শুরু লক্ষ্মীপুরে অভিমানী ভোটারদের কেন্দ্রে যেতে অনাগ্রহ

নিউজ ডেস্ক :
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় রবিবার (২৪ মার্চ) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের উপস্থিতি একেবারেই হতাশা ব্যাঞ্জক। সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত সদর উপজেলার পৌর শহরের এন আহমদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আলীয়া মাদ্রাসা কেন্দ্র, পাবলিক স্কুল ও সামাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি একেবারেই নগন্য দেখা গেছে। কেন্দ্রে হাতেগোনা কয়েকজন পুরুষ ভোটার নজরে পড়লেও নারী ভোটারের উপস্থিতি ছিল কম। জেলার অন্যান্য উপজেলাতেও একই অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।
এদিকে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। কিন্তু ভোটাররা কেন্দ্রের বাইরে দোকানে ব্যাস্ত সময় পার করছেন। তাদের মতে বিগত নির্বাচনে বেশীরভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এ নির্বাচনে সুষ্ঠ পরিবেশ থাকলেও কেন্দ্রে যেতে চাননা তারা।
এখানকার প্রত্যেকটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী লড়ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনসহ মোট ৬৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ৪৫৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author