নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের মজুপুর এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ২ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থরা। (আজ) বুধবার বিকেলে পৌর শহরের মজুপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঢাকা রায়পুর মহাসড়কে চলাচলকৃত সকল যানবাহন বন্ধ হয়ে যায়। ১ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,
স্থানীয় তায়েপ ওয়েজ কটন মেইলে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই ওই মিলটিসহ আরো একটি দোকানের বেশীর ভাগ মালামাল পুড়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো.ইউছুফ তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি। তবে ক্ষত্রিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেন তাদের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে পুড়ে গেছে ২ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন